বগুড়ায় অভিযানঃ ২০ মন আম ধ্বংস

বগুড়া, ১০ জুন সোমবারঃ গতকাল রোববার বগুড়া শহরের স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান। এসময় মেসার্স বিএম এন্টারপ্রাইজ নামে একটি দোকানে অভিযান চালিয়ে ৭৬০ কেজি বা প্রায় ১৯ মণ অপরিপক্ক আম পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করে রোলার মেশিন দিয়ে ধ্বংস করা হয়। অপরিপক্ক আম মজুদের দায়ে ওই প্রতিষ্ঠানের ম্যানেজার হামিদুল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এরপর আদালত একই এলাকার মেসার্স জয় ফল ভাণ্ডারে গিয়ে ৬০ কেজি বা দেড় মণ অপরিপক্ক আম দেখতে পান এবং সেগুলোও জব্দ করে ধবংস করেন। অপরিপক্ক ওই পরিমাণ আম মজুদ রাখার দায়ে আদালত প্রতিষ্ঠানটির ম্যানেজার মেহেদী হাসানকে ৩ হাজার টাকা জরিমানা করেন। বগুড়া পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর শাহ্ আলী বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ধারা ৪৫ অনুসারে আদালত অপরিপক্ক আমগুলো জব্দের পর ধ্বংস এবং দায়ী দু’টি প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছেন।