লকডাউনে বিয়ের আয়োজন, বর ও কনের জরিমানা

শুক্রবার থেকে শুরু হওয়া ‘কঠোরতম’ লকডাউনের মধ্যেই বসেছিল বিয়ের আসর। ধুমধাম করে চলা সেই আসরে  ছিল প্রীতিভোজের আয়োজনও। উপজেলা প্রশাসন মুহূর্তে পুরো আয়োজনই পণ্ড করে দেয় যার মূল কারণে ছিলো স্বাস্থ্যবিধি অমান্য করে বিয়ের আয়োজন। বর ও কনের জরিমানা

‘কঠোরতম’ লকডাউনের প্রথম দিনেই এই ঘটনা ঘটেছে চট্টগ্রামের পটিয়ায়। সরকারঘোষিত বিধিনিষেধ অমান্য করে বিয়ের আয়োজন করায় বর ও কনের পক্ষের উভয়কে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমদ এ অভিযান পরিচালনা করে বিয়ে পণ্ড ও জরিমানা আদায় করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াসমিন, পটিয়া থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

এদিকে লকডাউনের প্রথম দিনে পটিয়ার বুধপুরা, বড়লিয়া,জঙ্গলখাইন,উজিরপুর, শান্তির হাট, কাশিয়াইশ নয়া হাট, মনসা ও পটিয়া রেল স্টেশন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১০টি মামলায় ১৭ জনকে আরও ২ হাজার ৫০ টাকাসহ মোট ৪২ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আরও পড়ুন: লকডাউনে কারখানা খোলা রাখায় প্রিমিয়ার সিমেন্টকে জরিমানা – Voktakantho