বোতলজাত তেল ড্রামে ঢেলে বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় বোতলজাত ভোজ্যতেল ড্রামে ঢেলে উচ্চ মূল্যে বিক্রি এবং বিক্রয় মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে দুই দোকানীকে জরিমানা করা হয়েছে।

রোববার সকাল থেকে সদর উপজেলার ভাড়ুখালি বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রশাসন ও জেলা পুলিশ এই অভিযান পরিচালনা করে।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক নাজমুল হাসান জানান, ভাড়ুখালি বাজারের তোহা তুহি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহিন ইসলাম বোতলজাত ভোজ্যতেল ড্রামে ঢেলে উচ্চ মূল্যে বিক্রয় করে আসছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে খালি বোতল উদ্ধার ও মূল্য তালিকা প্রদর্শন না করে উচ্চ মূল্যে ভোজ্যতেল বিক্রির অভিযোগে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি জানান, একই স্থানে একই অভিযোগে আহসান এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী আমজাদ হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছে।

এছাড়াও, মাহমুদপুর বাজারসহ আশপাশে অভিযান চালিয়ে নানা অভিযোগের সত্যতা মেলেনি বলে জানান এই সহকারী পরিচালক।

আরইউ