রাজধানীতে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিরোধী অভিযান চলমান

ঢাকা, ৮ জুলাই সোমবারঃ মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে রাজধানীর শাহবাগ এলাকায় মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী একাধিক ফার্মেসিকে জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধায়নে সহকারী পরিচালক মাসুম আরিফিন ও সহকারী পরিচালক আফরোজা রহমান কর্তৃক মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে তদারকি পরিচালনা করা হয়।

এসময় মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে মেসার্স মেডি কোর্স ও পপুলার মেডিকেল স্টোরকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা আরোপ ও সাময়িকভাবে বন্ধ করা হয় এবং বেলভিউ ফার্মাকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। আজকের অভিযানে শাহবাগ থানা পুলিশ সার্বিক সহায়তা প্রদান করেন।