সিলেটে চলছে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন

সিলেট, ১৯ মে রবিবারঃ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয় আজ বেলা ১২ টায় কোতোয়ালী এলাকায়,ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন।বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মাদ ফয়েজউল্লাহ অভিযানের নেতৃত্ব দেন।

এসময় কোতোয়ালী থানার বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের ও অর্থদণ্ড জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় এবং অবৈধ প্রক্রিয়ায় চিড়া-মুড়ি উৎপাদন করার অপরাধে, ঈশিতা চিড়া-মুড়ি ফ্যাক্টরিকে ভোক্তা আইনের ৩৭ নং ও ৪৩ নং ধারা অনুযায়ী মোট ৬ হাজার টাকা এবং পাশের দোকান রিফাত এন্ড কোং’কে উল্লেখিত একই ধারা অনুযায়ী মোট ৭ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া মধুবন মিষ্টান্ন ভান্ডারকে ধারা ৩৭ অনুযায়ী ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় ভোক্তা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মাদ ফয়েজউল্লাহ ভোক্তাকণ্ঠের প্রতিনিধিকে জানান, ‘এসকল প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল, তাই আজ প্রমাণ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।’