৩ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা

রমজান মাসকে কেন্দ্র করে বাড়ছে নিত্যপণ্যের দাম। নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সারাদেশে দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। নকল পণ্য, ওজনে কারচুপিসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ১০৩ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা করেছে অধিদফতর।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালকের প্রদত্ত ক্ষমতাবলে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে রাজধানী ও জেলা-উপজেলা পর্যায়ের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার, সহকারী পরিচালক রোজিনা সুলতানা, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী রায় ও সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস ৭টি মনিটরিং টিম ১০টি বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে তদারকি করে অভিযান পরিচালনা করেন ঢাকা মহানগরীতে।

বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিমের সঙ্গে বাজার তদারকি করেন অধিদফতরের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক রজবী নাহার রজনী, প্রনব কুমার প্রামানিক ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদা আক্তার।