বিমানবন্দরে করোনা পরীক্ষার ফি বাড়ছে

সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের কাজে ফেরাতে বিমানবন্দরে র‍্যাপিড পিসিআর টেস্টের ফি বাড়ছে। ডিএমএফআর মলিকুলার ল্যাব এন্ড ডায়াগনস্টিক। ফি ১৭০০ টাকা ২৭০০ টাকা করে প্রতিষ্ঠানটি।

অন্যদিকে, ৭-৮টি প্রতিষ্ঠান ২২শ টাকার মধ্যে টেস্ট-ফি নির্ধারণ করে আবেদন করলেও সেগুলোকে মূল্যয়ন করা হয়নি।

প্রায় তিন মাস বাংলাদেশ থেকে ফ্লাইট নিষেধাজ্ঞার পর গত ৪ আগস্ট বাংলাদেশসহ ছয় দেশের যাত্রীদের ট্রানজিট সুবিধা চালু করে সংযুক্ত আরব আমিরাত।
শর্ত দেওয়া হয়- ফ্লাইট ছাড়ার ৬ ঘণ্টার মধ্যে বিমানবন্দরে পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। শর্ত বাস্তবায়ন করে ইতোমধ্যে পাকিস্তান, ভারতের কর্মীরা কাজে ফেরা শুরু করেছেন।

বাংলাদেশে পর্যাপ্ত মেশিন না থাকাসহ নানা অক্ষমতা প্রকাশ করে স্বাস্থ্য অধিদফতর। এই সুযোগ কেই কাজে লাগাচ্ছে ডিএমএফআর।

বিমানবন্দরে ল্যাব স্থাপনের দাবিতে আন্দোলন শুরু করেন আরব আমিরাত প্রবাসীরা। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে দ্রুত ল্যাব স্থাপনের নির্দেশ দেন।

বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি গঠন হয় দুটি কমিটি।

সূত্র জানায়, কমিটির বৈঠকে বিমানবন্দরে ল্যাব স্থাপনে আগ্রহী প্রতিষ্ঠান খুঁজতে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত হয়। ৪-৫টি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করে যোগাযোগ করলে পত্রিকায় আর বিজ্ঞাপন দেওয়া হয়নি। এরমধ্যে থেকে ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে কাজ দেওয়ার তৎপরতা শুরু হয়।

সূত্র জানায়, ৯ সেপ্টেম্বর পর্যন্ত কমপক্ষে ৮টি প্রতিষ্ঠান ল্যাব স্থাপনে আগ্রহ দেখিয়ে আবেদন করেছিল।

ডিএমএফআর ২৯ আগস্ট প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর ল্যাব স্থাপনের আগ্রহ প্রকাশ করে আবেদন করে।

৩১ আগস্ট প্রতিষ্ঠানটির পক্ষে সুপারিশ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে চিঠি দেয় ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস।