১৭৯ টন অক্সিজেন আমদানি করলো ৩ প্রতিষ্ঠান

এক্সপেট্রা অক্সিজেন, লিন্ডে বাংলাদেশ ও পিউর অক্সিজেন এই তিন আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে ১৭৯ টন ৫০০ কেজি অক্সিজেন আমদানি করেছে। এই তিন আমদানিকারক ৯টি ট্যাংকারে এ অক্সিজেন আমদানি করে।

করোনা পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল জরুরি অক্সিজেন আমদানির জন্য বন্দর খোলা রাখার। অক্সিজেনের চালান গ্রহণের জন্য ছুটির মধ্যেও বন্দর ২৪ ঘণ্টা খোলা রয়েছে, জানান বেনাপোল বন্দরের সহকারী পরিচালক সঞ্জয় বাড়ই।

অক্সিজেনবাহী ট্যাংক বেনাপোল বন্দরে পৌঁছানো মাত্র দ্রুত কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পূণ করে খালাস দেওয়া হয়েছে। ঈদ ছুটির মধ্যে অক্সিজেনসহ জরুরি সামগ্রী আমদানিতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতায় কাস্টমস সব সময় প্রস্তুত রয়েছে।