মণপ্রতি আমের দাম বেড়েছে ৩০০ টাকা

মিষ্টি জাতের আম ১৩টির মধ্যে এখানে পাওয়া যাচ্ছে হাড়িভাঙ্গা, খিরসাপাত, ল্যাংড়া, গোপালভোগ, আম্রপলি, ফজলি, মোহনভোগ ও বারি-৪।

দ্বিতীয় দফার লকডাউন কিছুটা শিথিল থাকায় দূরদূরান্ত থেকে পাইকাররা আসছেন আম কিনতে। এতে দু’দিনের ব্যবধানে আমের দাম প্রকারভেদে বেড়ে মণপ্রতি ৩০০ থেকে ৫০০ টাকা হয়েছে।৯ জুন থেকে নাটোর পৌরসভায় ৭ দিনের লকডাউন শুরু হয়।

দ্বিতীয় দফায় লকডাউন বাড়ানো হয় ২২ জুন পর্যন্ত। এতেই বিপাকে পড়েন জেলার আম ব্যবসায়ীরা। ক্রেতার সংখ্যা কমে যায় শহরের চকবৈদ্যনাথ আমের হাটে।তবে বর্তমানে লকডাউন শিথিল করায় আমের এই হাটে আসতে শুরু করেছেন দূরের পাইকাররা। মিষ্টিজাতের আম ১৩টির মধ্যে এখানে পাওয়া যাচ্ছে হাড়িভাঙ্গা, খিরসাপাত, ল্যাংড়া, গোপালভোগ, আম্রপলি, ফজলি, মোহনভোগ ও বারি-৪।

কেনাবেচা জমজমাট থাকায় দুদিনের ব্যবধানে বেড়ে গেছে আমের দামও। প্রকারভেদে মণপ্রতি ৩০০ থেকে ৫০০ টাকা বেড়ে ১২০০ থেকে ১৮০০ টাকায় বিক্রি হচ্ছে আম।চাষিরা জানান, আগে থেকেই দাম কিছুটা বেড়েছে। তবে যে দামে আম বিক্রি করছি তাতে কৃষকের খরচ উঠে আসবে না।