পশ্চিম আগারগাঁওয়ের হারামাইন স্টোরকে জরিমানা করে বন্ধ ঘোষণা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে হারামাইন স্টোর নামক একটি প্রতিষ্ঠানকে অনিয়মের অভিযোগে তিন লাখ টাকা জরিমানা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িক ভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা ওই এলাকায় অভিযান পরিচালনা করেন।

আব্দুল জব্বার মন্ডল বলেন, ‘দীর্ঘদিন যাবৎ অভিযানে ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদেরকে প্রতারিত করে আসছিল হারামাইন স্টোরসহ বেশ কিছু প্রতিষ্ঠান। এমন অভিযোগের প্রেক্ষিতে আমরা অভিযানে এসেছি।’

তিনি বলেন, ‘আমরা দেখেছি হারামাইন স্টোর রিয়াজুল জান্নাহ নাম করে জায়নামাজ বিক্রি, যথাযথ উৎস ব্যতীত পবিত্র জমজমের পানি বাণিজ্যিক উদ্দেশ্যে সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ অলিভ অয়েল, পঁচা খেজুর বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করছিলো। এছাড়া, তারা আমদানিকারকের তথ্য ব্যতীত বিভিন্ন প্রসাধনী সামগ্রী বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করছিল। এসব অপরাধে হারামাইন স্টোরকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, জনস্বার্থে প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িক ভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।’