এসএসসি পরীক্ষা ঈদের পর হবে

সিনিয়র করেসপন্ডেন্ট
বন্যার কারণে স্থগিত হয়ে যাওয়া চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা ঈদুল আজহার পর শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক বুধবার (২২ জুন) নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।
সচিব আবু বকর ছিদ্দীক বলেন, দেশে সার্বিক বন্যার কারণে ঈদের আগে পরীক্ষা নেওয়া যাবে না। ঈদের পর পরীক্ষা নিতে হবে।
আর এসএসসি পরীক্ষা পিছিয়ে যাওয়ার কারণে এইচএসসি পরীক্ষাও পিছিয়ে যাবে।
গত ১৯ জুন থেকে সারাদেশে ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।
পরীক্ষা শেষ হতো ৬ জুলাই। কিন্তু সিলেটসহ সারাদেশে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় গত ১৭ জুন এই পরীক্ষা স্থগিতের ঘোষণা করা হয়।
Related posts:
দাবির মুখে আগের স্থানে ফিরছে লিটল ম্যাগ চত্বর
১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খুলবে
এবার বিদ্যুৎ বিচ্ছিন্ন সিলেট
ঢাকায় সিনোফার্ম থেকে কেনা আরও ৫৪ লাখ টিকা
রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ নিয়ে দুচিন্তা
রংপুরে টিকা পাবেন ২৪ হাজার শিক্ষার্থী
১৩৮ প্রবাসী পরিবার পেল আর্থিক সহায়তা
প্রধানমন্ত্রীর শিক্ষা ফেলোশিপের আবেদনের শেষ সময় মঙ্গলবার
বিশ্বজুড়ে করোনার মৃতের সংখ্যা ৫৩ লাখ ২১ হাজার ছাড়িয়েছে
ক্ষতি পুষিয়ে নিতে ‘পুনরুদ্ধার পরিকল্পনা’তৈরি করছে বিশ্ববিদ্যালয়