আজ মে দিবস

আজ মে দিবস, শ্রমজীবী মানুষের অবদান, ত্যাগ ও সর্বোপরি ১৮৮৬ সালের পহেলা মে যুক্তরাষ্ট্রের শিকাগোতে পুলিশের গুলিতে নিহত দশ শ্রমিকের আত্মদানকে স্মরণ করে দিবসটি পৃথিবীজুড়ে পালিত হয়।


১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর শ্রমিকদের জীবনদান এবং আন্দোলনের স্বীকৃতি দিতে পহেলা মে ‘আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস’ হিসেবে ঘোষণা করে। এই ঘোষণার প্রেক্ষিতে ১৮৯০ সাল থেকে পহেলা মে শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

বাংলাদেশে বেশীরভাগ ক্ষেত্রেই সুরক্ষিত হয়নি শ্রমিক স্বার্থ। নিশ্চিত হয়নি যৌক্তিক মজুরি এবং নিদিষ্ট কর্মঘন্টা। অধিকার থেকে এখনও বঞ্চিত অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত বিপুল সংখ্যক শ্রমিক। ন্যূনতম জীবনমান, নিরাপদ কর্মপরিবেশ, ন্যায় বিচারসহ অনেক দাবি এখনও অধরা। বিশ্বকাঁপানো শ্রমিক আন্দোলনের ১৩৩ বছর পরেও ভিন্ন মোড়কে ভিন্ন আবহে শ্রমিক শোষণ চলমান। বিদ্যমান বৈষম্য এবং তাঁদের সকল মানবিক অধিকার আদায় ও চাহিদা পূরণের বাস্তব প্রচেষ্টাই হোক আমাদের এবারের চেষ্টা।