করোনায় ক্ষতিগ্রস্ত ৩৫ লাখ পরিবার প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা পাবে আজ

করোনায় ক্ষতিগ্রস্ত নিন্মআয়ের ৩৫ লাখ পরিবার প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা পাবে আজ। ইলেক্ট্রিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে সরাসরি অর্থ সহায়তা পাঠানো হবে এসব নিন্মআয়ের পরিবারকে। অতি দরিদ্র, কর্মহীন, দিনমজুর, রিকশা ও ভ্যানচালক, পরিবহন শ্রমিক এবং কৃষকসহ ক্ষতিগ্রস্ত স্বল্প আয়ের মানুষ পাচ্ছে এই অর্থ সহায়তা।

ভার্চুয়াল পদ্ধতিতে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যক্রমের উদ্বোধন করবেন।

গত বছর করোনা মহামারির কারণে যে সকল নিম্নআয়ের লোকজন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত এবং কর্মহীন হয়ে পড়েছিল তাদেরকে সহায়তার জন্য ‘নগদ আর্থিক সহায়তা প্রদান’ কর্মসূচি চালু করা হয়েছিল। গত বছর করোনায় ক্ষতিগ্রস্ত ৩৫ লাখ নিম্ন আয়ের পরিবারকে পরিবার প্রতি ২৫০০ টাকা করে মোট ৮৮০ কোটি টাকা আর্থিক সহায়তা সরাসরি উপকারভোগীর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বা ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়। এ বছরও একই উদ্যোগ নিয়েছে সরকার।

এনএইচ

Leave a Comment