কারওয়ানবাজার ও রজনীগন্ধা মার্কেটে তদারকি অভিযান

ঢাকা, ১৪ অক্টোবর সোমবারঃ আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপ সচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার নেতৃত্বে সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল, ফামিনা আক্তার, ইন্দ্রানী রায়ের পরিচালনায় ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের অধীন রজনীগন্ধা সুপার মার্কেট (কচুক্ষেত বাজার) ও কাওরান বাজারে কয়েকটি প্রতিষ্ঠানকে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ করা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন করার অপরাধে জরিমানা আরোপ ও আদায় করা হয়।

রাজধানীর কারওয়ানবাজারে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল

সচেতনতা বৃদ্ধির জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করা হয়। উল্লেখ্য যে, আগামী সপ্তাহে ক্যান্টনমেন্ট বোর্ডের উদ্যোগে রজনীগন্ধা সুপার মার্কেট (কচুক্ষেত বাজার) ব্যবসায়ীদের সাথে একটি মতবিনিময় সভার আয়োজন করা হবে।