গোপালগঞ্জে মূল্য তালিকা না থাকায় জরিমানা আরোপ অ আদায়

গোপালগঞ্জ, ৩ নভেম্বর রোববারঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে, আজ গোপালগঞ্জ সদরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশের হোটেল ও রেস্তোরাঁসমুহে খাবারের মান অ মূল্য যথাযথ কিনা এটি তদারকি করা হয় । তদারকি অভিযানে দেখা যায়, এখানে কোনো হোটেলেই মূল্য তালিকা না থাকায় ইচ্ছামত দামে খাবার বিক্রি চলমান।এ সকল অপরাধে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা আরোপ করা হয়েছে এবং উপস্থিত সব ছাত্র ছাত্রীদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এসময় তাঁদের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গোপালগঞ্জ জেলা কার্যালয়ে অভিযোগ দায়ের করার পরামর্শ দেওয়া হয় ।

আজকের তদারকিতে সহযোগিতা করেছেন গোপালগঞ্জ সদর থানার পুলিশের সদস্যবৃন্দ এবং জেলা বাজার কর্মকর্তা আরিফ হোসেন এবং ক্যাব গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোজাহারুল হক বাবলু।