সিটি হার্টের দুই প্রসাধনীর দোকানকে জরিমানা

আমদানিকৃত বিভিন্ন খাদ্যপণ্য ও প্রসাধনসামগ্রীর অনুকূলে ছাড়পত্র ছাড়া বিক্রির অপরাধে পল্টনের সিটি হার্ট শপিং কমপ্লেক্সের দুটি প্রসাধনীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠান দুটিকে জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগরীর পল্টন থানা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ওই সময় বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক আমদানিকৃত বিভিন্ন খাদ্যপণ্য ও প্রসাধনসামগ্রীর অনুকূলে ছাড়পত্র গ্রহণ ব্যতীত কিছু পণ্যের মোড়কে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার ও অধিকাংশ মোড়কে মানচিহ্নসহ প্রয়োজনীয় তথ্যাদি উল্লেখ না করে বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ঢাকার হা-মিম কসমেটিকস ও সোনার তরী কসমেটিকস স্টোর নামের প্রতিষ্ঠান দুটিকে মামলা এবং যথাক্রমে টাকা ২৫ হাজার ও এক লাখ জরিমানা করা হয়।

এছাড়া আলামত হিসেবে মোট ১৪টি নমুনা জব্দ করা হয়।

মোবাইল কোর্ট বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে পরিচালিত হয়েছে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই’র ফিল্ড অফিসার আফসানা হোসেন দায়িত্ব পালন করেন।