হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে

ভোক্তাকণ্ঠ ডেস্ক: দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে হঠাৎ করে বেড়েছে পেঁয়াজের দাম। বৃহস্পতিবার হিলির পাইকারি বাজারে কেজি প্রতি ৮-১০ টাকা পর্যন্ত বেশি দামে পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে।

হিলির খুচরা বাজারের ব্যবসায়ীরা জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানি কমেছে। ফলে পেঁয়াজের দাম বেড়ে গেছে। গত সপ্তাহে জাত ভেদে পেঁয়াজের কেজি ছিল ২০-২২ টাকা। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি বেড়েছে ৮-১০ টাকা। বর্তমানে জাত ভেদে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮-৩০ টাকায়।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ বলেন, বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম কম, ভারতেই দাম বেশি। তাই ভারত থেকে বেশি দামে পেঁয়াজ আমদানি করতে হচ্ছে। অন্যদিকে, ডলারের দাম বাড়ার কারণে বেশি পরিমাণ পেঁয়াজ আমদানি করা যাচ্ছে না। কারণ ভারতে পেঁয়াজ কিনতে বেশি টাকা লাগছে। সে জন্য হিলি স্থলবন্দরের ব্যবসায়ীদের পেঁয়াজ আমদানি কমে গেছে। তবে অল্প কিছু দিনের মধ্যে পেঁয়াজের দাম ২০ টাকার মধ্যেই আসবে।

হিলি কাস্টমসের তথ্যমতে, গত বুধবার (১২ অক্টোবর) হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় ২২ ট্রাকে ৮৮৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।