‘গ্যাস বিক্রির মুচলেকা না দেয়ায় ২০০১ সালে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি’

ভোক্তাকণ্ঠ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ বিক্রি করে তো আমি ক্ষমতায় আসবো না, এটাই বাস্তব। ২০০১ সালে গ্যাস বিক্রির মুচলেকা দেইনি বলে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি।

শনিবার (১৬ অক্টোবর) রাজধানীর একটি বেসরকারি হোটেলে ‘বিশ্ব খাদ্য দিবস-২০২১’ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ২০০১ সালে আমরা ক্ষমতায় আসতে পারলাম না। কারণ গ্যাস বিক্রি করার মুচলেকা দেইনি। বৃহৎ দুটি দেশ আর প্রতিবেশি দেশ তাদের চাহিদা পূরণ করতে পারিনি। কারণ আমার নিজের দেশের সম্পদ আমি অন্যের কাছে বিক্রি করার আগে আমার কথা ছিল আগে দেশের মানুষ তাদের চাহিদা পূরণ হবে, পঞ্চাশ বছরের মজুদ থাকবে।

তিনি বলেন, তারপর যেটা অতিরিক্ত থাকবে সেটা আমি বেচতে পারি। তাছাড়া এই দেশের সম্পদ আমি বেচতে পারি না। এ কথা আসলে একটা বিশাল দেশ আমেরিকা আর পার্শ্ববর্তী দেশ ভারত তাদের পছন্দ হয়নি। কাজেই আমি ২০০১ সালে ক্ষমতায় আসতে পারিনি। কিন্তু দেশ বেঁচে তো আমি ক্ষমতায় আসবো না, এটা হলো বাস্তব।

এ সময় খাদ্য উৎপাদন ও কৃষির আধুনিকায়নে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

 

Related posts:

সয়াবিনের দাম বাড়াতে মিলমালিকদের অনুরোধ, ভোক্তা অধিদপ্তরের ‘না’
এডিবির কাছে ১৭৫ কোটি ডলার অতিরিক্ত আর্থিক সহায়তা চেয়েছেন অর্থমন্ত্রী
শর্তসাপেক্ষে দেশে ফেরানো হবে ভারতে আটকে থাকা বাংলাদেশী নাগরিকদের
মাদক প্রবেশ রোধে সীমান্তে বসবে অত্যাধুনিক সেন্সর
খাদ্যজাত পণ্য রপ্তানি বন্ধ করার কারণে অনেকে ক্ষতিগ্রস্থ হচ্ছেঃ বাণিজ্যমন্ত্রী
ঈদুল ফিতরের ছুটি শেষে আজ খুলেছে অফিস
দাবি-সমালোচনা উপেক্ষা করে আবারও বাড়ছে গ্যাসের দাম
বুয়েট থেকে এবার নামমাত্র মূল্যে মিলবে অক্সিজেন
বৃষ্টি থামাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীকে
সুনামগঞ্জ-ঢাকা রুটে চলছে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা