কবি হেলাল হাফিজের আজ ৭৪তম জন্মদিন

‘‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’’-বাংলাদেশের কবিতামোদী ও সাধারণ পাঠকের মুখে মুখে উচ্চারিত হয়ে থাকে এ লাইন দুটি। যার রচয়িতা কবি হেলাল হাফিজ। আজ তাঁর ৭৪তম জন্মদিন। সমকালীন বাংলা সাহিত্যের জনপ্রিয় এই কবির জন্মতিথিকে জানাই শুভেচ্ছা।
১৯৪৮ সালের ৭ অক্টোবর। নেত্রকোণায় জন্ম নেন কবি হেলাল হাফিজ। শৈশবে বাবা, মাকে হারিয়ে এক প্রকার নিঃসঙ্গ জীবন যাপন তাঁর।

হতে চেয়েছিলেন চিকিৎসক। কিন্তু প্রচুর পড়তে হবে বলে অচিরেই সেই ইচ্ছাকে বিসর্জন দেন। ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। মনোনিবেশ করেন কবিতায় লেখায়। গণ-আন্দোলনের সময় তাঁর লেখা কবিতার দুটি লাইন রাতারাতি তাঁকে এনে দেয় জনপ্রিয়তা।

কবির প্রথম কবিতা সংকলন ‘যে জলে আগুন জ্বলে’ প্রকাশিত হয় ১৯৮৬ সালে। ৩৪ বছর পর ২০১৯ সালে ৩৪টি কবিতা নিয়ে প্রকাশিত হয় তাঁর দ্বিতীয় কবিতার বই বেদোনাকে বলেছি কেঁদোনা। দেশপ্রেম, নারীপ্রেম ও সমকাল ভাবনার ক্ষেত্রে তাঁর কবিতার বিষয় বৈচিত্র্য অনন্য।