ব্যঙ্গ চিত্র নিয়ে রাস্তায় শিক্ষার্থীরা

ভোক্তাকন্ঠ ডেস্ক:

নিরাপদ সড়কসহ ১১ দফা দাবিতে ৬ষ্ঠ দিনের মত রাজধানীর রামপুরায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করছেন শিক্ষার্থীরা। এসময়ে তারা বিভিন্ন ধরনের ব্যঙ্গ চিত্র তুলে ধরেন।

রোববার(৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর রামপুরা ব্রিজে এমন চিত্র দেখা যায়।

এসময় শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন আর স্লোগান দিয়ে তাদের দফাগুলো জানান দিয়েছেন।

শিক্ষার্থীরা বলেন, আমরা নিরাপদ সড়কসহ যে ১১দফা দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করে যাচ্ছি তা অনতিবিলম্বে মেনে নিতে হবে।

এছাড়া যে শিক্ষার্থী সড়কে মারা গিয়েছেন অবিলম্বে তার ক্ষতিপূরণ দ্রুত দাবি করেন শিক্ষার্থীরা।

এসময় আন্দোলনের নেতৃত্ব দেয়া খিলগাঁও সরকারি মডেল কলেজের সোহাগী সামিয়া বলেন, আমরা আমাদের যে ১১দফা দাবি আছে তা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই।

সোহাগী বলেন, আমাদের আন্দোলন কারো বিপক্ষে না। আমরা সবার হয়ে এই আনন্দোলন করছি। অথচ আমাদের আন্দোলনকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য কিছু লোক অপপ্রচার চালাচ্ছে।

সোহাগী আরও বলেন, এসব অপপ্রচার করে আমাদের থামিয়ে দেয়া যাবে না। আমরা আমাদের চলমান আন্দোলন চালিয়ে যাচ্ছি আর যাবো।

এসময় আগামীকালের কর্মসূচী নিয়ে সোহাগী বলেন, আমরা আগামীকাল ঠিক দুপুর ১২টায় সড়কে নাইম আর মাঈনউদ্দিনসহ যারা মারা গিয়েছে তাদের জন্য শোক প্রকাশ এবং কালো পতাকা ধারণ করা হবে।