২ হাজার শয্যা বাড়ানো হয়েছে বেসরকারি হাসপাতালে

বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোয় আরও ২ হাজার শয্যা যুক্ত হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসায় শয্যা সংখ্যা আরও বৃদ্ধির অনুরোধ জানালে বিপিএমসিএ সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিপিএমসিএর সভাপতি এমএ মুবিন খান বলেন, করোনাকালীন এই দুর্যোগেও স্বাস্থ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের
সদস্যভুক্ত প্রতিষ্ঠানগুলো আরও ২ হাজার কোভিড-১৯ ডেডিকেটেড শয্যা বৃদ্ধি করছে।

গ্রামাঞ্চলে কোভিড রোগীদের শনাক্ত করার উদ্যোগ হিসেবে সরকার জেলা, উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করে দিয়েছে।
এছাড়াও দ্রুত ৪ হাজার চিকিৎসক, ৪ হাজার নার্স, ৫০০ অ্যানেস্থেসিস্টসহ প্রচুর টেকনোলজিস্ট নিয়োগের কাজ এগিয়ে চলছে।

প্রায় ২০০ টন লিকুইড অক্সিজেন আমদানি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর সঙ্গে ৪৩টি অক্সিজেন জেনারেটর অর্ডার দেওয়া হয়েছে।
আমেরিকান বাঙালিদের উপহার দেওয়া ২৫০টি ভেন্টিলেটর ও কোভ্যাক্সের ২ লাখ ৪৫ হাজার ভ্যাকসিন আজকেই দেশে চলে আসছে। আগামী ২৬ অথবা ২৭ জুলাই চীনের আরও ৩০ লাখ
ডোজ ভ্যাকসিন দেশে আসবে, জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, আমাদের দেশেই এই মহামারির সময়েও দেশের স্বাস্থ্যখাত নিয়ে সমালোচনা করে চিকিৎসক, নার্সদের মনোবল ভেঙে দেওয়া হচ্ছে। দেশের স্বাস্থ্যখাত নিয়ে গোটা বিশ্ব যখন প্রশংসা করছে তখন দেশের কিছু মহল স্বাস্থ্যখাত নিয়ে তীব্র ভাষায় সমালোচনা করছে। যা মোটেও কাম্য ছিল না।

প্রতিদিনই অনেক মানুষ সোশ্যাল মিডিয়ায় হয়রানির শিকার হচ্ছেন। নেই কোন প্রতিকার। ভোক্তাদের হয়রানি বন্ধে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সাথে কাজ করছে ভোক্তাকণ্ঠ।

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৭৬ (১) অনুযায়ী, “যে কোন ব্যক্তি, যিনি, সাধারণভাবে একজন ভোক্তা হইতে পারে।

অনিয়ম রোধে অভিযান

ভুক্তভোগীর দাবী তাদের প্রত্যেকেই এইরুপ প্রতারণার শিকার হয়েছে। ভুক্তভোগী এমন প্রতারণার বিরুদ্ধে অভিযোগ করে এর প্রতিকার চান।

ভুক্তভোগী তাবাসসুম জাহান তার অভিযোগে আরো উল্লেখ করেন

উনি সহ এরূপ আরো দশ জন সেই হোলসেলার সুজানা বিনতে নামক একটি ফেসবুক আইডির নিকট পণ্য অর্ডার করেছে।

সোশ্যাল মিডিয়ায় বেড়েছে প্রতারণার হার। সোশ্যাল মিডিয়ায় (ফেসবুক) 

হোলসেলার সেজে চায়না থেকে অর্ডারকৃত পণ্য কাস্টমস থেকে এনে দেওয়ার কথা বলে ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ হাতিয়ে vokta kanthon.com . ntho