ঢাবির ভর্তি ও ফরম পূরণ শুরু অনলাইনে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বর্ষে প্রথমবারের মতো ভর্তি ও ফরম পূরণ কার্যক্রম অনলাইনে শুরু হয়েছে। সোমবার (২১ জুন) রাত ৮টার পর থেকে শিক্ষার্থীরা এই সেবা গ্রহণ করতে পারছেন।

এর আগে গত বৃহস্পতিবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

অনলাইনে ভর্তির আবেদনের জন্য করনীয়

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://student.eis.du.ac.bd) গিয়ে ব্যবহারকারীকে একটি নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য শিক্ষার্থীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১০ অঙ্কের নিবন্ধন নম্বর দিতে হবে। পাশাপাশি শিক্ষার্থীর উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর বা মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রোল নম্বর দিতে হবে।

এসব তথ্য দেওয়ার পর শিক্ষার্থীদের পরীক্ষা ও ফরম পূরণের ফি দিতে হবে। শিক্ষার্থীরা মোবাইল ব্যাংকিং ও ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে তাৎক্ষণিক অনলাইনে ভর্তি সংক্রান্ত ফি দিতে পারবেন।

Related posts:

শিশুদের সমঅধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি: প্রধানমন্ত্রী
ভুল সিদ্ধান্ত ও আমদানি নির্ভরতায় লাগামহীন নিত্যপণ্যের বাজার
মসলা জাতীয় পণ্য সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, প্রায় ১০ লক্ষ টাকা জরিমানা
কাতার এয়ারওয়েজকে ৫০ হাজার টাকা জরিমানা করল ভোক্তা অধিকার
শিক্ষা ক্ষেত্রে  বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড মেধাবীদের স্বীকৃতি : দীপু মনি
ওমিক্রনে আক্রান্তদের চিকিৎসায় আরও ২ ওষুধ অনুমোদন ডব্লিউএইচওর
বিচারক কামরুন্নাহারের কাছে কারণ জানতে পাওয়া হবে: আইনমন্ত্রী
জরিমানা ছাড়া মোটরযানের কাগজপত্র হালনাগাদ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত
বাগেরহাটে 'অভিযোগকারী ভোক্তা' পেলেন জরিমানার এক চতুর্থাংশ টাকা
২০২১ সালের এসএসসি নির্বাচনী পরীক্ষা বন্ধ