অর্থপাচার মামলায় এসপিসি ওয়ার্ল্ডের এমডি সস্ত্রীক কারাগারে

ভোক্তাকণ্ঠ ডেস্ক

কলাবাগান থানায় দায়ের করা অর্থপাচারের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আল আমিন ও তার স্ত্রী পরিচালক শারমিন আক্তারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসীম জামিনের আবেদন নাকচ করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিদের পক্ষে আইনজীবী কামরুজ্জামান চৌধুরী জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শরীফ সাফায়েত হোসেন জানান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড নামের ই-কমার্স ব্যবসার আড়ালে আসামিরা অনুমোদনহীন মাল্টি-লেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসা পরিচালনা করেন। তারা বিভিন্ন শ্রেণিপেশার মানুষের কাছ থেকে কৌশলে নানা প্রলোভন দেখিয়ে টাকা নেন এবং কোম্পানির হিসাব থেকে এক কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করে মানিলন্ডারিং করেন।

 

Related posts:

ধৈর্য ও সংযমের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর
ইভ্যালির লকারের ‘পাসওয়ার্ড নম্বর’ দিতে রাসেল দম্পতিকে নির্দেশ
অননুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছেঃ শিক্ষামন্ত্রী
দেশে এক দিনে শনাক্ত ২২৯, মৃত্যু ৩
উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা স্থগিত
খাতুনগঞ্জেও গরম গমের বাজার, বাড়তি আটা-ময়দা-পাউরুটির দাম
খুলে দেওয়া হচ্ছে পায়রা সেতু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতাকর্মীদের বংশানুক্রমে চাকরির নির্দেশ প্রধানমন্ত্রীর
 প্রধানমন্ত্রী আজ পারমানবিক চুল্লি স্থাপন কাজের উদ্বোধন করবেন
শিক্ষা ক্ষেত্রে  বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড মেধাবীদের স্বীকৃতি : দীপু মনি