শুরু হচ্ছে ইউএস-বাংলার ঢাকা-মালে ফ্লাইট

ইউএস-বাংলার ঢাকা-মালে ফ্লাইট শুরু ১৯ নভেম্বর
দক্ষিণ এশিয়ার অন্যতম গন্তব্য মালদ্বীপের রাজধানী মালেতে সরাসরি ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ঢাকা-মালে রুটে প্রাথমিকভাবে সপ্তাহে তিনদিন সরাসরি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা। প্রতি মঙ্গল, শুক্র ও রোববার একমাত্র এয়ারলাইন্স হিসেবে মালেতে ইউএস-বাংলা সরাসরি ফ্লাইট পরিচালনা করবে।

প্রাথমিকভাবে ঢাকা-মালে রুটে সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ ওয়ানওয়ের ন্যূনতম ভাড়া ২৯ হাজার ৫০৮ টাকা এবং রিটার্ন ভাড়া ৪৫ হাজার ৫৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) ইউএস-বাংলা এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশি যাত্রীদের সময় ও খরচকে প্রাধান্য দিয়ে ইউএস-বাংলা প্রতি মঙ্গলবার ঢাকা থেকে বেলা ১১টা ১০ মিনিটে মালদ্বীপের রাজধানী মালের উদ্দেশ্যে উড্ডয়ন করবে এবং স্থানীয় সময় দুপুর ২টা ৩৫ মিনিটে অবতরণ করবে। একই দিন বিকেল ৩টা ৩৫ মিনিটে মালে থেকে উড্ডয়ন করে রাত ৮টা ৩৫মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

প্রতি শুক্রবার ঢাকা থেকে সকাল ১০টা ৪৫ মিনিট মালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে অবতরণ করবে। একই দিন বিকেল ৩টা ১৫ মিনিটে মালে থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং রাত ৮টা ১৫ মিনিটে অবতরণ করবে।

এছাড়া প্রতি রোববার ঢাকা থেকে সকাল ৯টা ৩০ মিনিটে মালের উদ্দেশ্যে উড্ডয়ন করবে এবং স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে অবতরণ করবে। একই দিন দুপুর ১টা ৫৫ মিনিটে মালে থেকে উড্ডয়ন করে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে।

 

Related posts:

ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ফের বৈঠক করবে বাণিজ্য মন্ত্রণালয় 
পুরান ঢাকার যানজটে ভোগান্তিতে বিসিএস পরীক্ষার্থীরা
ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণাসহ ৯ দফা দাবি স্কপের
বাংলামটরে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট
করোনাভাইরাসঃ বাজার পর্যবেক্ষণ ব্যবস্থা বাণিজ্য মন্ত্রণালয়ের
দেশে ১৬ কোটি ৯১ লাখ মানুষের বসবাস প্রকাশে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
আবারও কমছে করোনা পরীক্ষার হার, নতুন শনাক্ত ২৫২০
মশা নিরোধক ক্রিমের অধিক মূল্য রাখায় ল্যাভেন্ডারকে জরিমানা
১০ টাকা কেজি চালের রেশন কার্ডের সংখ্যা ৫০ লাখ থেকে বাড়িয়ে এক কোটি হচ্ছে
আমি মুরাদের অবস্থান বলতে পারবো না: তথ্যমন্ত্রী