দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

অনলাইন ডেস্ক: স্বাস্থ্যবিধি ও সরকারি সব নির্দেশনা মেনে দীর্ঘ ৭২ দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম  শুরু হয়েছে।

সোমবার (৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ভারত থেকে পণ্যবোঝাই ট্রাক বন্দরে প্রবেশে মধ্য দিয়ে স্থলবন্দরের কার্যক্রম চালু হয়।

জিরো পয়েন্ট গেটে বাসনো হয়েছে জীবাণুনাশক ট্যানেল, হ্যান্ড থ্যার্মাল দিয়ে মাপা হচ্ছে শরীরের তাপমাত্রা। প্রতিটি গাড়িকে জীবাণুনাশক স্প্রে মাধ্যমে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

আর করোনা সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে হিলি বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়।

বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান এক কর্মকর্তা জানান, বাংলাদেশ ও ভারতের আমদানি-রপ্তানিকারকদের মধ্যে কয়েক দফা বৈঠক ও চিঠি আদান-প্রদানের পর সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকে দু’দেশের মধ্যে এই বন্দর দিয়ে বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। ফলে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মধ্যে। প্রথম দিন ভুট্টা ও পেঁয়াজসহ বিভিন্ন আমদানি পণ্যবাহী ট্রাক প্রবেশ করেছে। প্রতিদিন এই বন্দরে ৪০টি ট্রাকে করে আমদানি-রপ্তানি কার্যক্রম চালানো হবে।

Related posts:

টোকিওর বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের তথ্য সংরক্ষণ সংস্করণ চালু
ভোগান্তিতে ফেলানোই যেন রেডেক্স কুরিয়ার সার্ভিসের কাজ
প্রাইজবন্ডের ১০৫তম ‘ড্র’, প্রথম পুরস্কার বিজয়ী ০৪৬৯০৮০
টিকা পেতে চীনের স্টোরেজ প্ল্যাটফর্মে বাংলাদেশ
খাদ্যজাত পণ্য রপ্তানি বন্ধ করার কারণে অনেকে ক্ষতিগ্রস্থ হচ্ছেঃ বাণিজ্যমন্ত্রী
দেশের প্রায় ৯ কোটি মানুষ টিকা পেল
বেকারত্ব দূর করতে সব বিভাগে মেরিন একাডেমি প্রতিষ্ঠা করা হবে: প্রধানমন্ত্রী
ভ‌্যাকসিন ক্রয়ে ৪২৫০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ: বিশ্ব ব্যাংকের এমডি
ইতালিতেই দাফন ভূমধ্যসাগরে মারা যাওয়া সাত বাংলাদেশির