ভোক্তাকণ্ঠ ডেস্ক: রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পেয়েছে। এ কারণে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে সর্বোচ্চ ২০৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
রোববার কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের বলেন, কাপ্তাই হ্রদে টানা বর্ষণে পানি বৃদ্ধি পেয়েছে। পাঁচটি ইউনিট থেকে সর্বোচ্চ ২০৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
তিনি আরও বলেন, সকাল ৯টার দিকে পানির লেভেল রয়েছে ১০২ দশমিক ৬৪ ফুট (এমএসএল)। পানি থাকার কথা ৯৭ দশমিক ৩৫ ফুট (এমএসএল)।
এক প্রশ্নের জবাবে আব্দুজ্জাহের বলেন, এ মুহূর্তে অতিরিক্ত পানি ছাড়ার কোনো চিন্তা ভাবনা নেই। সে পরিমাণ এখনো পানি লেকে হয়নি।
দীর্ঘ চার মাস যাবৎ লেকে পানি কম থাকায় একটি ইউনিট সচল ছিল। সেই ইউনিট থেকে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হত।