বৈধ কাগজ না থাকায় ৪ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

ভোক্তাকণ্ঠ ডেস্ক: বরগুনার তালতলীতে নিবন্ধনবিহীন ও নিবন্ধন নবায়ন না থাকা ও সরকারি নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সুবিধা না থাকাসহ বিধি বহির্ভূত ভাবে কার্যক্রম চালানোর দায়ে চারটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বা রোগনির্ণয় কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে।

শনিবার বিকেলে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ফজলুল হকের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাকিলা আক্তারসহ স্বাস্থ্য বিভাগের একটি টিম সরেজমিনে পরিদর্শন করে এ ব্যবস্থা নিয়েছেন।

প্রতিষ্ঠানগুলো হলো, নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার, নিউ ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার, দোয়েল ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক এবং ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পরিদর্শনকালে নিবন্ধন নেই, নিবন্ধন নবায়ন নেই, চিকিৎসক নেই, প্রয়োজনীয় জনবল নেই ও বিধি বিধি বহির্ভূত ভাবে পরিচালনার জন্য চারটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িক ভাবে বন্ধ করার জন্য চিঠি দেওয়া হয়েছে।

সূত্র জানায়, এ উপজেলায় পাঁচটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। তবে এগুলোর একটিরও নিবন্ধন নেই, নেই ভালো মানের চিকিৎসকও। এই অবস্থায় এই চারটি প্রতিষ্ঠানকেই সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। নিবন্ধনের জন্য আবেদন করা নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারের পরিবেশ ভালো থাকায় জরুরী প্যাথলজি বা রোগ নির্ণয়ের জন্য খোলা রাখা হয়েছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ফজলুল হক বলেন, মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ থেকে পরিদর্শন শেষে অবৈধ ভাবে প্রতিষ্ঠান পরিচালনার জন্য চারটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের যে সকল শর্ত দেওয়া হয়েছে সেগুলো পালন করলে নিবন্ধনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। নিবন্ধন পেলে এসব প্রতিষ্ঠান চালুর অনুমতি দেওয়া হবে।