৩ ব্যবসায়ীকে ২৯ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: বরগুনার বেতাগী উপজেলায় বাজার মনিটরিং ও পণ্যের মান যাচাইয়ে তিন ব্যবসায়ীকে ২৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সাপ্তাহিক হাঁটের দিনে সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পৌর বাজারের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন বেতাগী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার।

তিনি বলেন, বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাটকা ইলিশ বিক্রি করায় এক মাছ ব্যবসায়ীকে এক হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করায় দুই মিষ্টি দোকানের মালিককে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে বেতাগী উপজেলা মৎস্য কর্মকর্তা সমাপ্তি সাহা উপস্থিত ছিলেন।

বেতাগী থানার পুলিশ তাদের সহযোগিতা করেন।