গুদামে টিসিবির পণ্য, দোকানীর জেল

ভোক্তাকণ্ঠ ডেস্ক: বরগুনার তালতলীতে ন্যায্যমূল্যে বিক্রির জন্য বরাদ্দ টিসিবির পণ্য ক্রয় করে মজুদ করে রেখেছিলেন এক দোকানী। এ অপরাধে তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

খবর পেয়ে শুক্রবার বিকেলে উপজেলার ছোটবগী বাজারে মুদি ব্যবসায়ী ইউসুফ মুন্সীর গুদামে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং এক্সিকিউটিভ মাজিস্ট্রেট এস এম সাদিক তানভীর।

এ সময় গুদাম থেকে ১৩শ কেজি ডাল, ৪০০ কেজি চিনি ও ১১৬ কেজি সয়াবিন তেল জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্ত ইউসুফ মুন্সী উপজেলার পচাকোরালিয়া ইউনিয়নের চন্দন তলা গ্রামের বাসিন্দা।

ইউএনও এস এম সাদিক তানভীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ছোট বগী বাজারের ব্যবসায়ী ইউসুফ মুন্সী একটি গুদামে ন্যায্যমূল্যে বিক্রির জন্য নেওয়া টিসিবির পণ্য ‘অবৈধ ভাবে’ মজুদ করছেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তেল, চিনি ও ডাল জব্দ করা হয়। এ সময় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দকৃত মালামাল ছোট বগী ইউপি চেয়ারম্যানের মাধ্যমে উপকার ভোগীদের মাঝে বিক্রিয়ের জন্য তার জিম্মায় দেওয়া হয়েছে। যে ডিলার এই পণ্য বিক্রি করেছেন তার ডিলারশিপ বাতিলের জন্য ব্যবস্থা নেওয়া হবে।