আয়োডিন বিহীন লবণে বাজার সয়লাব

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: ২১ জানুয়ারি (শনিবার) দুপুরে রংপুর নগরীর মাহিগঞ্জ মেট্রোপলিটন থানার অন্তর্গত বড়দরগাহ বাজারে নিয়মিত তদারকির অংশ হিসেবে তদারকি অভিযান চালিয়ে আয়োডিন বিহীন লবণ, পটেটো চিপস, কোল্ড ড্রিন্ক্স, পাউরুটি, বিস্কুট সহ নানান ধরনের মেয়াদ উত্তীর্ণ ভোগ্য পণ্য বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট পাঁচ হাজার টাকা আর্থিক জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আফসানা পারভীন।

এ সময় ঐ বাজারের ব্যবসায়ী সমিতির প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।অভিযানে আটক মেয়াদ উত্তীর্ণ ভোগ্য পণ্য ও আয়োডিন বিহীন সব লবণ তার নির্দেশে ধ্বংস করে মাহিগঞ্জ মেট্রোপলিটন থানার পুলিশ।

সার্বিক তদারকিতে সহায়তা করে ক্যাব রংপুর। তদারকি চলাকালে লিফলেট বিতরণ ও হ্যান্ড মাইকের সাহায্যে ভোক্তা অধিকার আইনে সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা চালান তিনি।