চালের বস্তায় ওজনে কম দেয়ায় জরিমানা

মো: দেওয়ান মিয়া: হবিগঞ্জ শহরে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক বাজার অভিযান পরিচালনা করে কয়েকটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অংকে জরিমানা করা হয়েছে।

রোববার ৫জুনশহরের বগলা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে মোট ২১হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তরের হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বেঅভিযানটি পরিচালিত হয়।

অভিযানকালে চালের দোকানে মূল্য তালিকা না থাকা, চালের বস্তায় ওজনে কম দেয়ায় মেসার্স হক এন্টারপ্রাইজকে ১০হাজার টাকা, মেয়াদউত্তীর্ণ কীটনাশক বিক্রয় করার জন্য মীম এন্টারপ্রাইজ কে ৮হাজার টাকা এবং স্বর্ণেরদোকানে স্বর্ণ পরিমাপের নিক্তিতে বিএসটিআই এর সিল না থাকায় মিতালী শিল্পালয়কে ৩ হাজার টাকা জরিমানাকরা হয় । জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানান জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারীপরিচালক।