দইয়ে স্যাকারিন, বেকারি পণ্যে কাপড়ের রং ব্যবহারে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: বগুড়ায় দইয়ে চিনির পরিবর্তে স্যাকারিন ও বেকরি পণ্যে কাপড়ের রং ব্যবহারের অপরাধে দু’জনকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার দুপুরে শেরপুর উপজেলায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম।

তিনি জানান, শেরপুর উপজেলার হাজিপুরে দই প্রস্তুতকারি প্রতিষ্ঠান ‘জিদান দই ঘর‘ এবং একটি বেকারি প্রতিষ্ঠান জাফর সুইটসের কারখানায় অভিযান পরিচালনা করা হয়। সে সময় তারা দেখতে পান চিনির পরিবর্তে নিষিদ্ধ স্যাকারিন দিয়ে দই তৈরী করা হচ্ছে। আর বেকারির বিভিন্ন পণ্যে কাপড়ের ব্যবহার করা হচ্ছে। সে সময় সিজান দই ঘরের মালিক বাদশা মিয়াকে ১৫ হাজার টাকা এবং কাপড়ের রং দিয়ে বেকারির পণ্য প্রস্তুতের অপরাধে জাফর সুইটসের মালিককে ১০ হাজার টাকাসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

অভিযানে পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।