মেয়াদহীন শিশুখাদ্য বিক্রি করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: নওগাঁয় মেয়াদহীন ও নিম্নমানের শিশুখাদ্য বিক্রির অপরাধে চার প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার দুপুরে শহরের মিষ্টি পট্টি ও সুপারি পট্টি এলাকায় অভিযান চালিয়ে এ আদেশ দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শামীম হোসেন।

তিনি বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণের অপরাধে মুক্তা মিষ্টান্ন ভাণ্ডারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদহীন ও নিম্নমানের শিশুখাদ্য বিক্রয়ের অপরাধে সম্পর্ক স্টোরকে ১০ হাজার টাকা এবং সিরাজ স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামাণিক ও পুলিশ লাইনের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।