রুফটপ রেস্তোরাঁয় খাদ্য সংরক্ষণে অনিয়ম

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: ২২ মার্চ দুপুর রংপুর নগরীর নিউ আদর্শপাড়া, বনানী’র চারতলা মোড় এবং ঠিকাদারপাড়া’র বিকন মোড়ে অবস্থিত তিনটি ফাস্টফুড এন্ড রেস্টুরেন্ট এ তদারকি অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর জেলা কার্যালয়। এতে নেতৃত্ব দেন সহকারী পরিচালক জনাব আফসানা পারভীন।

এসময় নিউ আদর্শপাড়া এলাকায় অবস্থিত ‘হোম কিচেন’, ঠিকাদারপাড়া এলাকায় অবস্থিত ‘ট্রিট মি’ এবং বনানী এলাকায় অবস্থিত ‘টুইন রুফটপ’ রেস্তোরাঁয় অভিযান চলাকালে শেষোক্ত প্রতিষ্ঠানে বেশ কয়েক দিনের পুরাতন বাসি গ্ৰীল,মাটন, ইত্যাদী কাঁচা মাছ মাংসের সাথে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা অবস্থায় পাওয়া যায়। এছাড়াও চাওমিং সহ অনেক খাদ্য উপকরণ পলিথিনে করে ফ্রিজের নরমাল অংশে সংরক্ষণ করতে দেখা যায়। পাশাপাশি নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত ও সার্ভ করার অপরাধে ঐ প্রতিষ্ঠানের মালিককে ভোক্তা অধিকার আইনের ৪৩ ধারায় নগদ পাঁচ হাজার টাকা আর্থিক জরিমানা ও সতর্ক করেন সহকারী পরিচালক জনাব আফসানা পারভীন।

এছাড়াও তদারকিকালে এলাকার সাধারণ মানুষকে ভোক্তা অধিকার আইন ২০০৯ সম্পর্কে অবহিত করেন তিনি।
এ তদারকিতে সহায়তা করে ক্যাব রংপুর ও মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানা।