মণিরামপুরে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

মণিরামপুর প্রতিনিধি: যশোরের মণিরামপুরে চালককে অজ্ঞান করে একটি ইজিবাইক ছিনতাই করে পালিয়ে যাত্রীবেশী দুইজন ছিনতাইকারী। গতকাল সোমবার (০৭ মার্চ) বিকালে এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

আহত ইজিবাইক চালক মো. মামুন হোসেন (৩০) মণিরামপুর উপজেলার পাড়দিড়া এলাকার বাসিন্দা। সে যশোর সদর হাসতাপালে চিকিৎসাধীন আছেন।

জানাগেছে, সোমবার বিকালে দুইজন লোক মণিরামপুর বাজারের রাজগঞ্জ মোড় থেকে যশোর শহরে যাওয়ার জন্য ভাড়া করে। পথিমধ্যে যশোর রেলস্টেশন এলাকায় পৌঁছালে ওই দুইজন যাত্রী চালক মামুনের নাকে ও মুখে অজ্ঞান করা ওষুধ স্প্রে করে দিলে সে জ্ঞান হারিয়ে ফেলে। সে সময় মামুনকে ওই এলাকর রাস্তার ধারে ফেলে ছিনতাইকারিরা ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়।

অজ্ঞান অবস্থায় পড়ে থাকা চালক মামুনকে ওইদিন সন্ধ্যার দিকে স্থানীয়রা উদ্ধার করে যশোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। বর্তমানে সে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ইজিবাইকটি উদ্ধার হয়নি।

মণিরামপুর থানা পুলিশ বলেন, ‌‘এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’