মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: চট্টগ্রামে ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও বিক্রি নিষিদ্ধ ওষুধ সংরক্ষণ করায় দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ভেজাল পণ্য বিক্রির দায়ে তিনটি দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার বিকেলের দিকে হাটহাজারীর কাটিরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম।

জানা গেছে, মেয়াদোত্তীর্ণ ও বিক্রি নিষিদ্ধ ওষুধ সংরক্ষণ করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ জিয়া ফার্মেসিকে ৫০ হাজার টাকা, মদিনা ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও ভেজাল পণ্য ও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পণ্য বিক্রির অপরাধে তিন দোকানকে বিএসটিআই আইন-২০১৮ এ টিএস সরিষার তেলকে পাঁচ হাজার টাকা, আল জান্নাত বেকারিকে পাঁচ হাজার টাকা ও হাজি সালাম স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে বিএসটিআই’র পরিদর্শক মো. জিল্লুর রহমান, ফিল্ড অফিসার মো. মাহফুজুর রহমান ও হাটহাজারী মডেল থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

ইউএনও শাহিদুল আলম বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও ভেজাল পণ্য বিক্রি করায় পাঁচ প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভেজালবিরোধী আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।