হিলিতে আবারও বাড়ল দেশি পেঁয়াজের দাম

ভোক্তাকন্ঠ ডেস্ক: সরবরাহ কমের অজুহাতে হিলিতে আবারও বেড়েছে দেশি পেঁয়াজের দাম। দুই দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ৮ টাকা। হঠাৎ করে দাম বাড়ায় বিপাকে নিম্ন আয়ের মানুষ।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে হিলির পাইকারি ও খুচরা বাজারে  দেখা যায়, প্রতিটি আড়তে কমেছে দেশি পেঁয়াজের সরবরাহ। সরবরাহ কমার কারণে দুই দিনের ব্যবধানে ৩২ টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ প্রতি কেজিতে ৮ টাকা বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। এতে পেঁয়াজ কিনতে এসে চরম বিপাকে পড়তে হয় সাধারণ ক্রেতাদের।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা ক্রেতারা বলেন, হঠাৎ হিলি বাজারে পেঁয়াজের দাম বেড়ে গেছে। আমরা দুই দিন আগে ৩০ থেকে ৩২ টাকা কেজিতে পেঁয়াজ কিনে নিয়ে গেলাম আজকে এসে দাম শুনি ৪০ টাকা কেজি।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতারা বলেন, বর্তমানে হিলি বাজারে কোনো ভারতীয় পেঁয়াজ নেই, দেশি পেঁয়াজ দিয়ে আমরা ব্যবসা করছি। বৃষ্টির কারণে দেশের পেঁয়াজের খেতগুলো নষ্ট হবার কারণে দুই দিন থেকে আমাদের আড়ৎ গুলোতে দেশি পেঁয়াজের সরবরাহ কমে গেছে এ কারণে দাম কিছুটা বাড়ছে। সরবরাহ বাড়লে দাম আবারও কমে আসবে। দাম বাড়ার কারণে বেচা-কেনাও কমে গেছে।