ওষুধের দাম বাড়িয়ে লেখায় জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: জয়পুরহাটের আক্কেলপুরে ফিজিশিয়ান স্যাম্পল, আনরেজিস্টার্ড ওষুধ সংরক্ষণ এবং প্যারাসিটামল জাতীয় ওষুধের মূল্য তুলে তার ওপর হাত দিয়ে দাম বাড়িয়ে লেখার অপরাধে ছয়টি প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের ফার্মেসিগুলোতে এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন জয়পুরহাটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আশিক রেজা, মো. রিফাতুল ইসলাম, আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম হাবিবুল হাসান এবং ওষুধ তত্ত্বাবধায়ক (ড্রাগ সুপার) মোকছেদুল আমিন।

ওষুধ তত্ত্বাবধায়ক মোকছেদুল আমিন জানান, জয়পুরহাট জেলায় ওষুধের অনিয়ম রোধে অভিযান চলমান রয়েছে। জনস্বার্থে নকল ও ভেজাল ওষুধ বিক্রি বন্ধে মাঠ পর্যায়ে ফার্মেসি পরিদর্শন জোরদারের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচারিত হবে।