গ্লোরি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: চট্টগ্রামে নানা অনিয়মের অভিযোগে গ্লোরি ফুডস অ্যান্ড বেভারেজ নামক একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযান পরিচালনা করেন।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ জানান, নগরের বায়েজিদ থানাধীন শতাব্দী হাউজিং এলাকায় মেয়াদবিহীন বেকারি পণ্য মজুদ, কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ ও কর্মরত কর্মীদের হেলথ ফিটনেস সনদ না থাকায় গ্লোরি ফুডস অ্যান্ড বেভারেজকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি জানান, একই অভিযানে বাংলাবাজার এলাকায় ফুটপাত ও নালার জায়গা থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এই সময় ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির করে ব্যবসা পরিচালনার অপরাধে দু’জনকে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

অভিযানে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।