ফতুল্লায় বিএসটিআই’র অভিযান, ২ লক্ষ টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: নারায়ণগঞ্জের ফতুল্লায় অনিয়মের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

এর আগে মঙ্গলবার ফতুল্লায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান।

অভিযানে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত ‘ক্লে ব্রিকস’ উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে ফতুল্লা থানার চররাজাপুরের বক্তাবলীর মেসার্স মা ব্রিক ফিল্ডকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও, একই থানাধীন পঞ্চবটির মেসার্স মুজাফফর আলী এন্ড সন্স নামক একটি ফিলিং স্টেশনকে জ্বালানী তেল পরিমাপে কম প্রদান করা ও আন্ডারগ্রাউণ্ড স্টোরেজ ট্যাংকের ভেরিফিকেশন সনদ গ্রহণ না করার অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআই’র সহকারী পরিচালক (সিএম) মো. সাইদুর রহমান।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) নোভেরা বিনতে নূর ও পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই মো. কামরুল পলাশ।