ওএমএসের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ আহসান উল হক তুহিন: রংপুর নগরীর পীরপুরে অবস্থিত ওএমএসের ডিলার আ ক ম শামীম খান রাজুকে অনিয়মের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার বিকেলে ন্যায্যমূল্যে চাল ও আটা বিক্রির ওই পয়েন্টে তদারকি কার্যক্রম পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীন।

তদারকিতে সহায়তা করেন খাদ্য অধিদপ্তরের এএসআই মো. সাজ্জাদ হোসেন।

সে সময় ১৫০০ কেজি চালের ক্ষেত্রে উপস্থিত বিতরণ খাতায় খাদ্য কর্মকর্তা আসার পূর্বেই ৫০০ কেজি চাল বিক্রয় দেখানো হয়। আর আটার ক্ষেত্রে মোট বিক্রয় হিসেবে ১৫২ কেজি আটা কম বিক্রি পাওয়া যায়। ফলে সহকারী পরিচালক আফসানা পারভীনের সন্দেহ হলে তিনি এ ডিলারের গোডাউন তল্লাশি করে বিক্রয় না করা মোট চার বস্তা (১৮৫ কেজি) আটা এবং তিন বস্তা (১৫০ কেজি) চাল জব্দ করে খাদ্য অধিদপ্তরের কর্মকর্তার নিকট হস্তান্তর করেন। এ কারণে ওএমএস ডিলার আ ক ম শামীম খান রাজুকে তাৎক্ষণিক ৫০ হাজার টাকা জরিমানা করেন। তদারকি চলাকালে ০১ জানুয়ারিতে লিখিত চাল ও আটার বিতরণ খাতাও জব্দ করেন তিনি।

তদারকি চলাকালে উপস্থিত জনতা ও ব্যবসায়ীদের এরূপ অসাধু ব্যবসায়ী সম্পর্কে তথ্য দেয়ার জন্য আহ্বান জানান সহকারী পরিচালক আফসানা পারভীন।