হিলিতে সবজির দাম কমেছে

ভোক্তাকণ্ঠ ডেস্ক: উৎপাদন ও সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি ও খুচরা বাজারে কমেছে সব ধরনের সবজির দাম। সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজি সবজির দাম কমেছে ১৫ থেকে ২০ টাকা।

সবজির দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

আবহাওয়া ভালো ও বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম কমতে শুরু করছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

শুক্রবার সকালে হিলি বাজার ঘুরে জানা যায়, সপ্তাহ খানেক আগেও প্রতি কেজি ঢেঁড়স ৪০ টাকা বিক্রি হলেও তা এখন বিক্রি হচ্ছে ১০ টাকা কেজি দরে, ২৫ টাকার পটল বিক্রি হচ্ছে ১৫ টাকা কেজিতে, ৪০ টাকা কেজির করলা বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি দরে, ৬০ টাকার কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজিতে, ৪০ টাকা কেজির বেগুন বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে।

অন্যদিকে, ২০ টাকা হালির লেবু বিক্রি হচ্ছে ছয় টাকা হালি দরে।