খাদ্য উৎপাদনে অনিয়ম, অভিযানে জরিমানা

মোঃ আহসান উল হক তুহিন: রংপুরের পীরগাছা উপজেলায় তিন প্রতিষ্ঠানের মালিককে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার মহীষা বেকারিতে অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীন।

অভিযানে দেখা যায়, মহীষা বেকারিতে সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্সের মেয়াদ শেষ, নেই বিএসটিআই সনদ কিংবা প্রয়োজনীয় কাগজপত্র। বিভিন্ন নামে প্যাকেটজাত হচ্ছে শুকনো খাবার। বাসি খামীরে নানা সুগন্ধি মিশিয়ে উৎপাদিত হচ্ছে বেকারি সামগ্রী। নোংরা পরিবেশে পঁচা দুর্গন্ধে টেকাই দায়।

তবে প্রথমবার আভিযানিক দল সেখানে উপস্থিত হওয়ায় এবং ভুল স্বীকার করে মুচলেকা দেয়ায় দ্রুত সংশোধন হতে চেষ্টা করবে এই মর্মে জরিমানা কমিয়ে চার হাজার টাকা আদায় করা হয়।

এ সময় প্রতিষ্ঠানের মালিককে কঠোর ভাবে সতর্ক করেন সহকারী পরিচালক আফসানা পারভীন।

পরে মহিন্দ্রা বাজার এলাকায় দুটি প্রতিষ্ঠানে আয়োডিনবিহীন লবণকে খাবার লবণ হিসেবে বিক্রির দায়ে মোট এক হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহায়তা করে ক্যাব রংপুর ও পুলিশ প্রশাসন।