ক্যাবের উদ্যোগে ‘জ্বালানি রূপান্তর -পরিবেশ সুরক্ষা-ভোক্তা অধিকার’ বিষয়ে সংলাপ

ভোক্তাকণ্ঠ রিপোর্ট:

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব)-এর উদ্যোগে ১৪ সেপ্টেম্বর ২০২২ বুধবার দুপুর ১২.০০ টা হতে দুপুর ২.০০টা অবধি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লাইব্রেরি মিলনায়তনে ‘শিক্ষার্থীদের সঙ্গে সংলাপ: জ্বালানি রূপান্তর-পরিবেশ সুরক্ষা-ভোক্তা অধিকার’ শিরোনামে এক আলোচনা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থি আহমেদ হানিফ ও মোস্তাইন বিল্লাহর

সঞ্চালনায় সংলাপে ভোক্তা অধিকার ও পরিবেশ সুরক্ষা বিষয়ে সূচনা বক্তব্য দেন

গ্রীন ভয়েসের প্রতিষ্ঠাতা ও ভোক্তা অভিযোগ নিস্পত্তি জাতীয় কমিটি, ক্যাব-এর

যুগ্ম সদস্য সচিব আলমগীর কবির। প্রকৌশলী শুভ কিবরিয়া ক্যাব প্রস্তাবিত

বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি-২০২২ বিষয়ে আলোকপাত করে বলেন জ্বালানি

সংকট চলছে দুনিয়াজুড়ে। চলছে জ্বালানি রূপান্তর। কার্বনযুক্ত জ্বালানি থেকে

কার্বনমুক্ত নবায়নযোগ্য জ্বালানিতে যাত্রার এই রূপান্তর পথে আমাদের অবস্থান

কোথায়। এই জ্বালানি রূপান্তর পথনকশায় আমাদের ভোক্তা অধিকার, পরিবেশ

অধিকার কতটুকু সুরক্ষিত?

জ্বালানি নিরাপত্তা-জ্বালানি অধিকার-পরিবেশ সুরক্ষা-ভোক্তা অধিকার প্রতিষ্ঠায়

আমাদের করণীয় কি হতে পারে সে বিষয়ে বিশদ ব্যখ্যা দেন। ভোক্তা অধিকার বিষয়ে

শিক্ষার্থিদের ভূমিকা ও করণীয় সম্পর্কেও আলোচনা করে জ্বালানি রূপান্তর নীতির

বাস্তবায়নে বাধা ও করণীয় কি, সে বিষয়ে বিস্তারিত ব্যখ্যা দেন। জ্বালানি সংকট,

দেশের বিদ্যুত পরিস্থিতি, ভোক্তাদের করণীয়, ক্যাবের ভূমিকা সম্পর্কে অবহিত

করেন তিনি।

প্রায় ১০০ জন শিক্ষার্থীর উপস্থিতিতে এ আলোচনা অনুষ্ঠানে ভোক্তার অধিকার,

জ্বালানি রূপান্তর, নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশ সুরক্ষা ইত্যাদি বিষয়ে

শিক্ষার্থীদের নানা কৌতুহলী প্রশ্নেরও উত্তর দেয়া হয়। আলোচনা শেষে ‘ স্টুডেন্ট

ফোরাম ফর এনার্জি ট্রনিজিশন’ স্থানীয় শাখা গঠনের বিষয়ে প্রাথমিক আলোচনা করা হয়।

 এ আলোচনা অনুষ্ঠানে অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞানের

প্রভাষক তানজিম তাহরিমা কনক, মিউজিক বিভাগের প্রভাষক নাদিরা বেগম,

নাট্যকলা বিভাগের খন্ডকালিন শিক্ষক চিত্রনির্মাতা প্রদীপ।