চট্টগ্রামে ৫ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: চট্টগ্রামে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ। 

এছাড়াও অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আকতার, আনিছুর রহমান ও দিদার হোসেন অভিযানে অংশ নেন।

অভিযানে খাদ্যে অননুমোদিত রং, কেমিক্যাল ব্যবহার এবং নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খোলা খাবার ডাস্টবিনের পাশে সংরক্ষণের দায়ে আগ্রাবাদ এক্সেস রোডের জামান’স রেস্টুরেন্টকে দেড় লাখ টাকা জরিমানা, এক্সেস রোডের জননী ডিপার্টমেন্টাল স্টোরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য এবং অননুমোদিত কসমেটিকস সংরক্ষণের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

পাশাপাশি মোড়কজাত বিধিমালা না মানায় আগ্রাবাদ এক্সেস রোডের বনফুল শোরুমকে পাঁচ হাজার টাকা এবং ফার্মভিলেকে চার হাজার টাকা জরিমানা করা হয়। 

অন্যদিকে, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণের অপরাধে আলম ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর।