মান্দায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: নওগাঁর মান্দায় অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার দুপুরে উপজেলার প্রসাদপুর বাজারে ভোক্তা অধিদপ্তরের নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন অভিযান চালিয়ে জরিমানা করেন।

অভিযানে চার্জার ফ্যানের সর্বোচ্চ খুচরা মূল্য তিন হাজার ৬৫০ টাকার পরিবর্তে তিন হাজার ৮০০ টাকায় বিক্রির অপরাধে মা ইলেকট্রনিক্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিদেশি প্রসাধনীতে আমদানিকারকের স্টিকার না থাকায় অঞ্জলী কসমেটিকসকে পাঁচ হাজার টাকা এবং একজন ভোক্তার অভিযোগের ভিত্তিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণ ও বাসি পঁচা খাবার ফ্রিজে সংরক্ষণের অপরাধে সীমানা কফি হাউসকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পরে নিয়ম অনুযায়ী জরিমানার ২৫ শতাংশ সেই অভিযোগকারীকে দেওয়া হয়।

ভোক্তা অধিদপ্তরের নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন বলেন, ‘প্রতিদিনই আমরা বিভিন্ন উপজেলার বাজার তদারকি করছি। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে মান্দা উপজেলার প্রসাদপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।

অভিযানে স্থানীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।