হাসপাতালের ফ্রিজে এনার্জি ড্রিংক্স-বাটা মসলা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: হাসপাতালের ফার্মেসীর ফ্রিজে স্পীড এনার্জি ড্রিংক্স, বাটা মসলা, ডিম রাখা হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ মেয়দোত্তীর্ণ ইনজেকশন, বিক্রির জন্য সংরক্ষণে রাখা ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যায়। এমনকি সেই ফিজিশিয়ান স্যাম্পলের মেয়াদও এক বছর আগে শেষ হয়েছে। 

রোববার নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজধানীর যাত্রাবাড়ী এলাকার সুপ্রিম মেডিকেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে তদারকি করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক তাহমিনা বেগম।

ওই ডায়াগনস্টিক সেন্টারের প্যাথলজিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পাওয়া যায়।

এর আগে সরলা বেকারী, কনফেকশনারী এণ্ড সুইটস নামের একটি দোকানে তদারকি করা হয়। 

অভিযানের বিষয়ে আব্দুল জব্বার মণ্ডল বলেন,  সুপ্রিম মেডিকেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে বিভিন্ন অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

তিনি আরও বলেন, বার্থডে কেকের গায়ে উৎপাদন, মেয়াদোত্তীর্ণ তারিখ ইত্যাদি তথ্য না দেয়ার অপরাধে সরলা বেকারী, কনফেকশনারী এণ্ড সুইটসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।