কারওয়ান বাজারে নকল কফি বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: রাজধানীর কারওয়ান বাজারে নকল কফি বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার কারওয়ান বাজারের কিচেন মার্কেটে অভিযান পরিচালনা করে হাজী মিজান স্টোর, মক্কা স্টোর ও ইউসুফ স্টোর নামে প্রতিষ্ঠান তিনটিকে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস।

এ সময় আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার।

অভিযানে দেখা যায়, ওই তিন প্রতিষ্ঠানে নেসলে কোম্পানির ২১০ গ্রামের নকল নেসক্যাফে কফি বিক্রি করা হচ্ছে। এ সময় হাজী মিজান স্টোরকে ২০ হাজার, মক্কা স্টোরকে ৩০ হাজার ও ইউসুফ স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ১১৭ জার নকল কফি জব্দ করা হয় দোকান তিনটি থেকে।

প্রতিষ্ঠান তিনটির ব্যবসায়ীরা জানান, এসব নকল কফি বেগমবাজার ও গুলশান এলাকা থেকে সরবরাহ করা হয়।