রংপুরে ৩ প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা

মোঃ আহসান উল হক তুহিন: রংপুরে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয়।

রোববার দুপুরে পরিচালিত অভিযানে বিভাগীয় কার্যালয়ের পক্ষে নেতৃত্ব দেন সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন ও জেলা কার্যালয়ের পক্ষে সহকারী পরিচালক আফসানা পারভীন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া।

অভিযানে ধার্যকৃত মূল্য অপেক্ষা অধিক মূল্যে ও রসিদ ছাড়াই জ্বালানি বিক্রয় করা এবং অন্যান্য কার্যক্রমের মাধ্যমে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘন করার অপরাধে মেসার্স ট্রাস্ট ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা, মেসার্স মিজান ফিলিং স্টেশনকে পাঁচ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় করার অপরাধে এবি মেডিসিন কর্ণারকে দুই হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়।

এছাড়াও মাইকিং, লিফলেট ও পাম্পলেট বিলির মাধ্যমে ব্যবসায়ী এবং ভোক্তাবৃন্দকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্পর্কে অবহিত ও সচেতন করা হয়।

অভিযান পরিচালনায় সহায়তা করে রংপুর মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস টিম ও ক্যাব রংপুর।

জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকব বলে তারা উপস্থিত সাংবাদিকদের জানান।