বরিশালে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: বরিশালে চার্জার লাইট ও ফ্যানের অযৌক্তিক মূল্য বৃদ্ধির অভিযোগে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার বরিশাল নগরের কাঠপট্টি এলাকায় ইলেক্ট্রনিক পণ্য বিক্রির বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় চারটি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে দোকান মালিকদের বাঁধার সম্মুখীন হন ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা।

বরিশাল ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক মো. সেলিম জানান, অতিরিক্ত দাম রাখা, মূল্য তালিকা না থাকা ও মেমো না রাখার অপরাধে চারটি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।